লক্ষ্মীপুরের রায়পুর উপজে’লায় ফাঁকা সড়কে পিকআপভ্যানচা’পায় মোটরসাইকেল আরোহী এক যুবক নি’হত হয়েছেন। নি’হতের নাম রায়হান হোসেন (২২)।
মঙ্গলবার রাত ৮টার দিকে রায়পুর শহরের পোস্ট অফিস-গাজীনগর সড়কে এ দু’র্ঘটনা ঘটে।
নি’হত মো. রায়হান চরপাতা গ্রামের নূর নবীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, রায়হান হোসেন গ্রাম থেকে মোটরসাইকেলে রায়পুর শহরে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি পিকআপভ্যান রায়হানকে চা’পা দিয়ে পা’লিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃ’ত্যু হয়।
রায়পুর থানার ওসি তোতামিয়া বলেন, নি’হতের ম’রদেহ উ’দ্ধার করে ম’য়নাত’দন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল ম’র্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ইউডি মা’মলা হয়েছে। ঘা’তক পিকআপটি আ’টকের চেষ্টা চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।