রাজধানীর খিলক্ষেত কুড়িল বিশ্বরোডে গো’য়েন্দা পু’লিশের (ডি’বি) স’ঙ্গে কথিত ব’ন্দুকযু’দ্ধে দুজন নি’হত হয়েছেন। নি’হতরা ছি’নতাইকারী বলে দাবি পু’লিশের।
গতকাল রবিবার (৫ জুলাই) দিবাগত রাত ২টার দিকে কুড়িল বিশ্বরোড তিনশ’ ফি’ট এলাকায় কথিত এই ব’ন্দুকযু’দ্ধের ঘ’টনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পু’লিশ ক্যাম্পের ই’নচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, গু’লিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে রাত সাড়ে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃ’ত ঘোষণা করেন।
নি’হত একজন শরিয়তপুর নড়িয়ার নান্নু (৪৫) আর অপরজন নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মোশারফ হোসেন (৪০) বলে জানা গেছে। খিলক্ষেত থানার অফিসার ই’নচার্জ (ওসি) ত’দন্ত আমিনুল ইসলাম জানান, কুড়িল বিশ্বরোড তিনশ’ ফি’ট এলাকায় ডি’বি পু’লিশের স’ঙ্গে এই ব’ন্দুকযু’দ্ধের ঘ’টনা ঘটে।
তিনি দাবি করেন, নি’হত দুজন ছি’নতাইকারী দলের সদস্য। মৃ’তদে’হ দুটি ম’য়নাত’দন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের ম’র্গে রাখা হয়েছে।