ক’রোনা ভাই’রাস নিয়ে যখন একের পর এক ভুতুড়ে বক্তব্য দিয়ে যাচ্ছেন মা’র্কিন প্রে’সিডেন্ট ডোনাল্ড ট্রা’ম্প ঠিক এমন সময়ই তাঁকে শুনতে হলো দুঃসংবাদ। তার নিজেই বড় ছেলের প্রে’মিকার শ’রীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে।
আর তাতে করে গোটা ট্রা’ম্প পরিবারই এখন শঙ্কাগ্রস্ত। মা’র্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমের খবরে বলা হয়েছে, ট্রা’ম্পের জ্যেষ্ঠ পুত্র ডোনাল্ড ট্রা’ম্প জুনিয়রের গার্লফ্রেন্ড ৫১ বছর ব’য়সী কিমবার্লে গুইলফলয়ে ক’রোনা শনাক্তের পর থেকেই আইসোলেশনে আছেন। তবে ট্রা’ম্প জুনিয়র এখনও আ’ক্রান্ত কিনা তা নিশ্চিত নয়।
ফক্স নিউজ টেলিভিশনের তারকা কিমবার্লে ক’রোনায় আ’ক্রান্তের খবর প্রকাশের পর প্রে’সিডেন্ট ডোনাল্ড ট্রা’ম্পকে নিয়ে উ’দ্বেগ বেড়েছে মা’র্কিন প্রশাসনের। অন্তত ট্রা’ম্প নিজে যেন আ’ক্রান্ত না হন সেজন্য সব ধরনের তোড়জো’র চলছে।এদিকে ট্রা’ম্পপুত্র জুনিয়র ট্রা’ম্পও এখন আইসোলেশনে আছেন। তবে তার মধ্যে কোনও উপসর্গ নেই।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলো বলছে, ট্রা’ম্পের সংস্পর্শে যাওয়া তৃতীয় ব্যক্তি হিসেবে আ’ক্রান্ত হলেন তারই পুত্রবধূ কিমবার্লে। এর আগে ট্রা’ম্পের সংস্পর্শে আসার পর আরও ২ জনের ক’রোনা শনাক্ত হয়েছিল।
বৈশ্বিক ম’হামা’রি নভেল ক’রোনা ভাই’রাসে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আ’ক্রান্ত ও মৃ’ত্যুর ঘ’টনা ঘটেছে। দেশটিতে এ পর্যন্ত ২৯ লাখ ৩৫ হাজার ৭৭০ জন কোভিড-১৯ আ’ক্রান্ত হয়েছেন। মা’রা গেছেন ১ লাখ ৩২ হাজার ৩১৮ জন।