করো’নার সং’ক্র’মণ ঠে’কাতে রাজধানীর বেশ কিছু এলাকা লকডাউনের পরিকল্পনা চলছে। ইতিমধ্যেই পরীক্ষামূ’লকভাবে রাজাবাজার এলাকা লকডাউন করা হয়েছে।
আ’ক্রান্তের হার বিবেচনায় রেড, ইয়েলো ও গ্রিন জোন চিহ্নিত করে করো’না প্রতিরোধে গঠিত জাতীয় টেকনিক্যাল কমিটি ঢাকার ৪৫টি অ’ত্যন্ত ঝুঁ’কিপূর্ণ এলাকাকে লকডাউনের সুপারিশ করেছিল।
এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৮টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৭টি এলাকা রয়েছে।জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটিতে রেড জোনের সুপারিশ করা এলাকার মধ্যে আছে- যাত্রাবাড়ী, ডেম’রা, মুগদা, গেন্ডারিয়া, ধানমন্ডি, জিগাতলা, লালবাগ, আজিমপুর, বাসাবো, শান্তিনগর, পল্টন, কলাবাগান, রমনা, সূত্রাপুর, মালিবাগ, কোতোয়ালি, টিকাটুলি, মিটফোর্ড,
শাহ’জাহানপুর, মতিঝিল, ওয়ারী, খিলগাঁও, পরীবাগ, কদমতলী, সিদ্ধেশ্বরী, লক্ষ্মীবাজার, এলিফ্যান্ট রোড ও সেগুনবাগিচা।অন্যদিকে ঢাকা উত্তর সিটির এলাকাগুলোর মধ্যে রয়েছে- গুলশান, বাড্ডা, ক্যা’ন্টনমেন্ট, মহাখালী, তেজগাঁও, রামপুরা, আফতাবনগর, মগবাজার, এয়ারপোর্ট, বনশ্রী, রাজাবাজার, মোহাম্ম’দপুর, কল্যাণপুর, গুলশান, উত্তরা, মিরপুর।
এগুলোকে রেড জোন হিসেবে ঘোষণার সুপারিশ করেছে টেকনিক্যাল কমিটি। যেকোনো সময় এসব এলাকাসহ আরও কিছু এলাকায় লকডাউনের ঘোষণা আসতে পারে।
আইইডিসিআর এর সর্বশেষ ত’থ্য অনুযায়ী এখানে দেখে নিন রাজধানীর কোন এলাকায় কতজন করো’না আ’ক্রান্ত-কোথায় কত আ’ক্রান্ত দেখতে এখানে ক্লিক করুন…