ভারতে বিশেষভাবে সক্ষম এক মহিলাকে দিনের পর দিন ধ’র্ষণ! শেষমেশ পরিবারের হাতেই ধ’রা পড়ল আঠেরো বছরের যুবক। ঘটনাটি ঘিরে চা’ঞ্চল্য গড়িয়া এলাকায়। অ’ভিযুক্ত বিকাশ মণ্ডলকে গ্রে’ফতার করেছে পু’লিস।তার বি’রুদ্ধে ধ’র্ষণের মা’মলা রু’জু করা হয়েছে।বিশেষভাবে সক্ষম ওই মহিলা দিনের বেশিরভাগ সময়ে বাড়িতে একাই থাকতেন।
পরিবারের বাকি সদস্যরা সকালে কাজে বেরিয়ে যেতেন। সেই সুযোগকেই কাজে লাগিয়েছিল যুবক। প্রত্যেকদিনই একটি নির্দিষ্ট সময়ে ওই মহিলার বাড়িতে যেত ওই যুবক। প্রতিবেশীরা দেখলেও প্রথমে বিশেষ আ’মল দেননি। তাঁরা ভেবেছিলেন, গল্প করতেই ওই যুবক তাঁদের বাড়িতে যায়।
গত কয়েকদিন ধরে মহিলার হাবেভাবে কিছু একটা ইঙ্গিত করেছিলেন পরিবারের সদস্যরা। তাঁর বিষয়টি দেখার জন্য ওঁত পেতে ছিলেন। বুধবার সকালেও বাড়ি ফাঁকা থাকার সুযোগে ঘরে ঢোকে ওই যুবক। মহিলার সঙ্গে অ’শালীন আচরণ করতে থাকেন। সেই সময় বাড়ির বাইরেই লুকিয়ে ছিলেন পরিবারের অন্যান্য সদস্যরা।
তাঁরা ঘরে ঢুকে যুবককে হাতেনাতে ধরে ফেলেন।অভিযোগ, দিনের পর দিন ওই মহিলাকে ধ’র্ষ’ণ করেছে বিকাশ। এমনকি যাতে নির্যা’তিতা কাউকে কিছু বলতে না পারে, সেকারণে তাঁকে প্রা’ণনাশের হু’মকি দিত বলেও অভিযোগ। বিকাশকে হাতেনাতে ধরেই পু’লিসের হাতে তুলে দেয় পরিবার।
আরো পরুন রাজধানীর ধানমন্ডির ১২তলা আবাসিক ভবনে ভ`য়াবহ আ`গুন এক নারীর মৃ`ত্যু রাজধানীর ধানমন্ডিতে আবাসিক ভবনের আ`গুন নি`য়ন্ত্রণে এসেছে। আজ শনিবার (২৬ অক্টোবর) সকাল ৯টা ২৫ মিনিটে এ আ`গুনের সূত্রপাত হয়। এর ঘণ্টাখানেক পর আ`গুন নি`য়ন্ত্রণে আসে।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নি`য়ন্ত্রণ কক্ষের অপারেটর ফরিদ উদ্দিন জানান
ধানমন্ডি-৬ এ অবস্থিত ১২তলা বিশিষ্ট একটি আবাসিক ভবনের তৃতীয় তলায় আ`গুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর প্রায় এক ঘণ্টা চেষ্টার পর নি`য়ন্ত্রণে আসে আ`গুন।ধানমন্ডি মডেল থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাদের হাসপাতালে নেয়া হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষ`য়ক্ষ`তির বিষয়ে প্রাথমিকভাবে বিস্তারিত তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।