বাংলাদেশে করো’নাভাই’রাস বিস্তার বেড়ে যাওয়ায় নতুন নতুন সি’দ্ধান্ত নিচ্ছে স’রকার। সি’দ্ধান্ত অনুযায়ী ইতোমধ্যে দেশের বেশ কয়েকটি এলাকায় লকডাউন করা হয়েছে।
এরমধ্যে রাজধানী ঢাকার মধ্যে এলাকাভিত্তিক প্রথম লকডাউন করা হয় পূর্ব রাজাবাজার।
জানা গেছে, কয়েক দিনের পর্যবেক্ষণে সংশ্লিষ্ট এলাকায় করো’না বিস্তার পরিস্থিতির উন্নতি হলে ঢাকার আরও কয়েকটি এলাকা লকডাউনের আওতায় আসতে পারে।
আর লকডাউনে থাকা এলাকায় বসবাসকারী স’রকারি-বেস’রকারি চাকরিজীবীদের সাধারণ ছুটির আওতায় রাখার চিন্তাভাবনা করছে স’রকার।
তবে জরুরি সেবার সঙ্গে যু’ক্তরা পরিচয়পত্র দেখিয়ে কাজের জন্য এলাকা থেকে বের হওয়া ও প্রবেশ করতে পারবেন।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইস’লাম পূর্ব রাজাবাজারের লকডাউনকৃত এলাকার চাকরিজীবীদের ছুটির আওতায় আনার বি’ষয়টি বিবেচনা করার পরাম’র্শ দিয়েছেন।
এর পরিপ্রেক্ষিতে স’রকার এলাকাভিত্তিক লকডাউনে থাকা চাকরিজীবীদের সাধারণ ছুটির আওতায় রাখার চিন্তা করছে। বি’ষয়টি নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন ম’ন্ত্রণালয় আলোচনা করছে।
এ বি’ষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, পূর্ব রাজাবাজারে পরীক্ষামূলক লকডাউনের প্রভাবের ও’পর অনেক কিছু নির্ভর করছে।
আর লকডাউনের আওতাভুক্ত এলাকার বাসিন্দাদের সাধারণ ছুটি ঘোষণার বি’ষয়টিতে এখনো সি’দ্ধান্ত হয়নি।