দিনাজপুর: দিনাজপুরে মহাসড়ক অ’বরোধ করেছেন ত্রাণবঞ্চিতরা। ফলে রাস্তার দু’পাশে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
src=”http://worldinbangladesh.net/wp-content/uploads/2020/04/world-in.jpg” />
শনিবার (১৬ মে) সকাল ৯টা থেকে দিনাজপুর-রংপুর মহাসড়কের সদর উপজে’লার ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নের বোতলই নামক স্থানে এ অ’বরোধ করা হয়।
পশ্চিম শিবরামপুর, গোসাইপুর, নয়নপুর ও বড়াইল গ্রামের কয়েকশ ত্রাণবঞ্চিতরা মহাসড়ক অ’বরোধ করে রাখেন। বেলা সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অ’বরোধ চলছিল।
src=”http://worldinbangladesh.net/wp-content/uploads/2020/04/world-in.jpg” />
ঘটনাস্থলে দিনাজপুর সদর উপজে’লা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাগফারুল আব্বাসী আন্দোলনরতদের বোঝানোর চেষ্টা করছেন।
ত্রাণবঞ্চিতরা বলেন, ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হানিফ মেম্বার ইউনিয়নে কোনো ত্রাণ বিতরণ করেননি। ইউনিয়নের বেশিরভাগ লোক ইজিবাইক চালায়।
দিনে কয়েক ঘন্টা ইজিবাইক চালিয়ে যা আয় হয় তা ইজিবাইকের মালিককে দিতে হয়। আমাদের কাছে কিছুই থাকে না।
src=”http://worldinbangladesh.net/wp-content/uploads/2020/04/world-in.jpg” />
আমরা কীভাবে চলব। আমাদের বাড়িতে কোনো খাবার নাই। আমরা বা’ধ্য হয়ে মহাসড়ক অ’বরোধ করেছি। এখন শেষ ভরসা যদি স’রকার আমাদের কিছু দেয়।